বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। পরিণীতির এ কী রূপ! চিনতে পারছেন তো? এ কোন পরিণীতি? কার্ভি ফিগার আউট। বরং টোনড বডি, তাকানোর মধ্যে রয়েছে চ্যালেঞ্জের ভঙ্গি। সম্প্রতি নিজের এই স্পেশাল ফটোশুট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা নিজেই।
তিনি লিখেছেন, ‘এই আমার শরীর। আর এ জন্য আমি গর্বিত। ন’মাস লেগেছে এটা তৈরি করতে।’ হঠাত্ করে এই বদল কেন? নতুন কোনও ছবির জন্যই কি এই ওয়ার্কআউট? সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। প্রত্যেকটি ছবিতেই রয়েছে কিছু মেসেজ।
বিভিন্ন সেলেবরা পরিণীতিকে এই ছবিগুলির জন্য টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন। অদিতি রাও হায়দারি নামে একজন লিখেছেন, অসাধারণ পারি। ওয়াও। সম্পূর্ণ শ্রদ্ধা রইল।