বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘হাকুনা মাতাতা’ দেশের বাইরের অভিজ্ঞতার গল্প । সোয়াহেলি বাগধারা `হাকুনা মাতাতা’ অর্থ কোনো চিন্তা নেই।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে লেখক দেখেছেন সুখে-দুখে সংকটে সংশয়ে একজন আরেকজনকে অকপটে বলেন, নো ওয়ারিজ; কােনো চিন্তা নেই। এটাই যেনো তাদের জীবনদর্শন। অস্ট্রেলিয়া ও আমেরিকায় প্রবাস জীবনে এমনই আরও বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে লেখকের ভাণ্ডারে।
মনিরুস সালেহীনের প্রাণবন্ত উপস্থাপনায় সেইসব অভিজ্ঞতার সরস গল্প উঠে এসেছে এই বইয়ে।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে অসাধারণ এই বইটি নির্ণায়কের স্টলে।
হাকুনা মাতাতার মনকাড়া এই প্রচ্ছদটি করেছেন ঢালী তমাল। নির্ণায়ক স্টল নম্বর ৫০৪ ।