বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গুলশান ই ইয়াসমীন, যিনি দুহাতেই লিখে চলেছেন। সেই ছোটবেলা থেকে যে লেখালেখি শুরু করেছেন এখনও চলছে তার জয়রথ। ছড়া, কবিতা গল্প, উপন্যাস সব মাধ্যমেই তিনি লিখেছেন।
ছোটদের জন্য তো খুবই চমৎকার লেখেন। তার লেখা বাংলাবাজার পত্রিকার ‘কানামামার ভূত’ তো বেশ সাড়া ফেলেছিল।
বর্তমানে তিনি আলোক নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করছেন। এবার অমর একুশে গ্রন্থমেলায় ম্যাগাজিন চত্বরে রয়েছে আলোক এর স্টল। এ স্টলে তার লেখা অনেকগুলো বই পাওয়া যাচ্ছে। তিনি জানালেন এগুলো বিক্রিও হচ্ছে বেশ।
বিশেষ করে তার লেখা আমার ছেলেবেলা, রহস্য গল্প, কানা মামার ভূত এসবের বিক্রি খুবই ভালো। এই লেখিকাকে ঘিরে ইতিমধ্যে বেশ ফ্যানও তৈরী হয়েছে। যা গুলশান ই ইয়াসমীন এর ফেসবুক পেইজে গেলেই প্রমাণ মেলে।
তার বই সংগ্রহ করে ফেসবুকে দেওয়া কিছু স্ট্যাটাস এখানে তুলে দেওয়া হলো :
Tushar SharifGulshan E Yasmin
February 20 •
বই মেলা আলোক স্টল থেকে আজ ‘এইতো আমার দেশ’ বইটি কিনলাম।
Rafiq AkborGulshan E Yasmin
February 20 •
গুলশান আপার ইংলিশ ভার্শনে লেখা ‘Words of Silence’ বইটি কিনেছি। দারুণ লিখেছেন। কবিকে ধন্যবাদ।
Dilruba BegumGulshan E Yasmin
February 20 •
আজ আলোক স্টল থেকে ‘কবিতা সমগ্র’ বইটি কিনলাম।
Saida Begum to Gulshan E Yasmin
February 21 at 12:18pm •
কবিকে শুভ জন্মদিন।
ছোট বেলা থেকে আপনার বন্ধু কলম। জীবনের হাসি, গান, আনন্দ, কোলাহল, ব্যথা-বেদনা অাপনার কলম দিয়ে আচড় কেটেছে কাগজের বুকে। শুভ কামনা রইল।
Sarothy Chowdhury to Gulshan E Yasmin
February 22 at 6:50pm •
লেখিকা সুলতানা জামানের মন্তব্যে দেখিছিলাম যে, উনি কবি গুলশান-ই-ইয়াসমীন আপানার স্টল আলোকে গিয়ে আপনার ছেলেবেলার বইটি ক্রয় করেছেন। আমি উনার মতো বই মেলার আলোক স্টলে গিয়েছিলাম। অনেক বইয়ের মধ্যে আপনার ‘আমার ছেলেবেলার’ বইটি আমার খুব ভাল লেগেছে। আমি পড়েছি। তথাকথিত মনিষীদের শৈশবের মতোই আপনার ছেলে বেলা ছিল। আপনার বাবা আপনাকে হাতে খড়ি দিয়েছিল। আমরা ফেসবুক থেকে জেনেছি আপনার বাবা তৎকালীন ভাল ছাত্র ও স্বর্ণপদক প্রাপ্ত ছিলেন। এবং আপনিও এডুকেশনে র্স্বন পদক পেয়েছেন। এটা একটা ভাল উদাহরণ। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন ভাল থাকুন।
Shabnam Sultana Nina to Gulshan E Yasmin
February 23 at 11:21pm •
প্রিয় গুলশান আপা
শুভ. জন্মদিন ❤ ❤
আজ সেমন্তী আপনার স্টলে গিয়ে ভীষণ মুগ্ধ!!!!
ওর মনে আপনার একটা স্থায়ী আসন রয়েছে ❤
আশা করি আপনি সবসময় সুস্থ ও সুন্দর থাকুন ❤
সুকামনা রইলো!