বইমেলায় শাহীন রেজার ‘শরতেও মেঘ নামে’

বিডিমেট্রোনিউজ ডেস্ক কবি ও চিত্রনির্মাতা শাহীন রেজা’র নতুন কবিতাগ্রন্থ ‘শরতেও মেঘ নামে’ প্রকাশিত হয়েছে। বইটি মেলায় এনেছে মিজান প্রকাশনী। এটি পাওয়া যাচ্ছে মেলার ৩৯০, ৩৯১ ও ৩৯২ নং স্টলে।

 

কবি শাহীন রেজার প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ১৪। কবির ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থ মেলায় আসছে ত্রয়ী প্রকাশন থেকে এবং তার সম্পাদনায় ‘ফজল শাহাবুদ্দীনের মুক্তিযুদ্ধের কবিতা’ প্রকাশিত হয়েছে ‘সাহিত্যদেশ’ থেকে।

 

কবি শাহীন রেজার জন্ম জেলা শহর পিরোজপুরের পুখরিয়া গ্রামে ১৯৬২ সালে। হৃদয় মিডিয়াভিশনের চেয়ারম্যান এবং বৈচিত্র নিউজ২৪ডট কমের সম্পাদক শাহীন রেজা এ পর্যন্ত অনেকগুলো নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এবং দু’টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

 

তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থগুলো হচ্ছে- অগ্নির স্রোতে জল, প্রজাপ্রতি ও বালিকারা, যেতে যেতে হতাশায়, যে আকাশ যে সমুদ্র, শ্রাবণে শ্রাবণ, Selected Poems, পাখি চলে গেলে কবি বড় একা প্রভৃতি।

Print Friendly, PDF & Email

Related Posts