কবি শাহীন রেজার কবিতার বই ধুলিস্মাৎ
বিডিমেট্রোনিউজ ॥ অসংখ্য ভুলে ভরা কবিতার বই ছাপানোর জন্য প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্সের বিরুদ্ধে বাংলা একাডেমির ডিজির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কবি শাহীন রেজা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রকাশক তাকে না দেখিয়েই তার রচিত ‘শরতেও মেঘ নামে’ বইটি ছাপিয়েছেন।
বইয়ের ক্রেডিট লাইনে ভূয়া প্রচ্ছদ শিল্পীর নাম ছাপা হয়েছে, এছাড়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে গ্রন্থস্বত্ত্ব স্থলে এমন দু’জনের নাম ছাপা হয়েছে যাদের তিনি চেনেন না, জানেন না।
ইংরেজী অংশে তার নাম এবং কবিতার বইয়ের নামও ছাপা হয়েছে ভুল বানানে।
উৎসর্গ পাতার উপরে তিন প্রয়াত কবি উল্লেখ থাকলেও উদ্দেশ্যমূলক ভাবে ফেলে দেয়া হয়েছে কবি রফিক আজাদের নাম।
প্রকাশককে ঐ ফর্মাটি সংশোধন করে ছাপাবার কথা বলা হলেও তিনি তা করেন নি।
লিখিত আবেদনে শাহীন রেজা উল্লেখিত কারণে সংশ্লিষ্ট প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আগামীতে এ ধরনের প্রকাশকদের অনুকুলে স্টল বরাদ্দ দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছেন।