এবার অভব্য আচরণের শিকার শুভশ্রী

বিডি মেট্রোনিউজ ডেস্ক ||  এবার অভব্য আচরণের শিকার হলেন বাংলা চলচ্চিত্রের নায়িকা শুভশ্রী। শনিবার উত্তরবঙ্গে ফালাকাটা কলেজে গিয়ে তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। যার জন্য অনুষ্ঠান না করেই মঞ্চ থেকে নেমে আসেন তিনি।

এদিন ওই কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ছাত্র সংসদ পরিচালিত ওই অনুষ্ঠানেই এই অঘটন ঘটে। শুভশ্রীর সঙ্গে ছিলেন আরও অনেক সহশিল্পী। এদিন তিনি যখন গাড়ি থেকে নেমে গ্রিনরুমের দিকে যাচ্ছিলেন সেইসময় কিছু ছেলে তাঁর সঙ্গে অভদ্র আচরণ করে বলে অভিযোগ। এরপর তিনি মঞ্চে উঠে দুঃখপ্রকাশ করেন।

বলেন, কয়েকজন তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছে। এমন আচরণ তিনি আসা করেন না। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাঁর পক্ষে মঞ্চে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না।

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরাও। কিছুদিন আগেই কোচবিহারে অনুষ্ঠান করতে গিয়ে এমনই অস্বস্তিতে পড়তে হয় গায়িকা আকৃতি কক্করকে।

Print Friendly, PDF & Email

Related Posts