বিডি মেট্রোনিউজ || পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বাধা ও অনিয়মের অভিযোগ সংগ্রহে কেন্দ্রীয়ভাবে একটি ‘মনিটরিং সেল’ চালু করেছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ‘পৌর সভা নির্বাচন-২০১৫ মনিটরিং সেল’ নামে এই কেন্দ্র চালু করা হয়েছে।
নির্বাচন সংক্রান্ত যে কোনো অনিয়মের তথ্য ৮৮৩১৯৯১ নম্বরে টেলিফোন, ৮৮৩৪৫২ নম্বরে ফ্যাক্স করে এবং bnpme2015@gmail.com ঠিকানায় ই-মেইল করে জানানো যাবে।
রবিবার বিএনপির যুগ্ম মহাসচিব ও পৌর সভা নির্বাচন-২০১৫ এর মনিটরিং সেলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারা দেশের বিভিন্ন জেলা, পৌর নেতৃবৃন্দ ও মেয়রপ্রার্থীদেরকে আগামী ৩০ ডিসেম্বরের পৌর সভা নির্বাচনের যাবতীয় অভিযোগ, অনিয়ম ও সকল তথ্যাদি উপরের টেলিফোন নম্বর ও ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।