আমার একটা ঘুঘু পাখি ছিলো
আমি তাকে ফাঁদ পেতে ধরেছিলাম
ফাঁদ শব্দটি কখনই ভালো নয়
ফাঁদের ব্যবহারও মানবতা বিরোধী
কিন্তু ঘুঘু বিরোধী, তখন মনে হয়নি!
মনে হয়নি তার কারণও ছিলো-
ফাঁদ ছাড়া ঘুঘুটিকে ধরা অসম্ভব ছিলো!
ধরার পর ঘুঘুটিকে খাঁচায় রেখেছিলাম
খাঁচা শব্দটিও কখনই ভালো নয়
খাঁচার ব্যবহারও মানবতা বিরোধী
কিন্তু ঘুঘু বিরোধী, তখন মনে হয়নি!
মনে হয়নি তার কারণও ছিলো-
খাঁচা ছাড়া ঘুঘুটিকে রাখা সম্ভব ছিলো না!
ঘুঘু পাখির গল্পটি এখানেই শেষ!
ফাঁদ এবং খাঁচা, সময়ের পরিক্রমায়
দুইটি দরজা আর তিনটি জানালার
একটি ঘরে রপান্তরিত হয়েছে
যার সরল-সহজ দরজা, মুক্ত জানালা
চাবীও নিজের কাছে, তবু
নিজেকেই এখন বন্দী ঘুঘু মনে হয়!