বিডি মেট্রোনিউজ ডেস্ক || ২০১৫-র মিস ইউনিভার্স সম্মান পেলেন মিস ফিলিপিন্স পিয়া অ্যালোনজ়ো। মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা পনেরোতেও স্থান হল না ভারতের। ফাইনাল থেকে ছিটকে গেলেন উর্বশী রাউতেলা। গত বছর মিস ইনউনিভার্সের খেতাব পেয়েছিলেন কলম্বিয়ার পাউলিনা ভেগা। পিয়া অ্যালোনজ়াকে মুকুট পরান তিনি।
মিস ইউনিভার্সের এ বছর টপ ফাইভ প্রতিযোগী ছিলেন, মিস ইউনিভার্স কলম্বিয়া আরিয়াদনা গুটিএরিজ়, মিস ইউনিভার্স USA অলিভিয়া জর্ডন, মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া মনিকা রাদুলোভিক, মিস ইউনিভার্স ফ্রান্স ফ্লোরা কোকিউরেল ও মিস ইউনিভার্স ফিলিপিন্স পিয়া অ্যালোনজ়ো ওয়ার্টজ়বাহ।
প্রতিযোগিতায় সেরা তিনজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, “কেন তুমি মিস ইউনিভার্স হবে?” উত্তরে পিয়া অ্যালোনজ়া জানান, “মিস ইউনিভার্স হওয়া সম্মানের এবং দায়িত্বের। যদি আমি মিস ইউনিভার্স হই, আমি HIV সচেতনার মতো ইস্যু নিয়ে আওয়াজ তুলব। আমাদের দেশে এই ইস্যু এখন অত্যন্ত প্রাসঙ্গিক। আমি বিশ্বকে দেখাতে চাই আমি মন থেকে সুন্দর ও আত্মবিশ্বাসী।”