কবি ও কবিতা ॥ কামরুন নাহার রুনু

 

এই মধ্যরাতের জোছনায়
এপারের অপার সৌন্দর্য্যে
মেঘপিয়ন ভাসায় মেঘের ভেলা।

 

কবিতা ছোঁয়ায় ওষ্ঠ মেঘের সরোবরে
কবির উৎসুক চোখ দেখে
সম্পূর্ণতার অচেনা ইঙ্গিত!
শামুকী শরীর উতকন্ঠাহীন তখন কসরৎ খুঁজে
সন্তান সম্ভাবনার।

 

উসকো খুসকো তখন গ্রীবা, নাভিমূল আর
খোলা চুলের গোছা!
জ্যোৎস্নায় ঘেরা আচ্ছন্ন প্রহর কুয়াশার তাবুতে
অদেখা পথিক মিহি রুমালে বুনে
চোখের পলকের মত কবিতার অপলক পংতিমালা।

 

নস্টালজিক হিম কুয়াশায়
শিউলী ঝরা ঝকঝকে সকালে
ঝরে যায় মিষ্টি বকুল
খুলে যায় আঁচলের গিট!
তখন চোখের ভেতরে অন্য কারো চোখ
অন্য কারো চাওয়া, অন্য কারো হাসি।

 

অন্তহীন ঢেউ নামে অবাধ্য নিঃশ্বাসের ঘরে
শব্দরা হেসে উঠে
ছড়ায় ফুলের নির্যাস……

Print Friendly

Related Posts