তা রু ণ্যে র প দ্য পং ক্তি
যদি ভালোবাসা দাও
এই পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার জন্যে
উইল করে দেবো
সমস্ত সৌন্দর্য আর পবিত্রতা,
তোমাকে উজাড় করে দিয়ে আমি নিঃস্ব
কাঙাল হয়ে যাবো।
যদি ভালোবাসা দাও
এক্ষুনি এই হৃদয় চিড়ে তোমার শুভ্র-সুকোমল
চরণযুগলে করে দেবো অর্পণ
প্রাগৈতিহাসিক ধারায় বলির পাঁঠার মত উৎসর্গ হবো,
শুধু তোমার এক চিলতে হাসির জন্যে।
যদি ভালোবাসা দাও
আমি মরে গিয়েও বারবার ফিরে আসবো পূনর্জনমে,
জ্যোৎস্নারাতের চাঁদ হয়ে, শিউলীর সুবাস হয়ে, ঘোরলাগা
কোনো মিষ্টি গানের সুর হয়ে, শুধু
শ্রদ্ধা জানাতে তোমার ভালোবাসাকে।
যদি ভালোবাসা দাও
এই পৃথিবীতে আমি অষ্টম আশ্চর্য ঘটাবো,
তাক লাগিয়ে দেবো তুড়ি মেরে
এডলফ হিটলার , লেনিন, নীল আর্মস্ট্রং, নিউটন, ম্যালথাস,
মার্কস, মাওসেতুং, কিংবা শেক্সপীয়র, শেলী, টেনিসন,
সবাইকে তুচ্ছ করে আমি নব প্রজন্মের নব ইতিহাস সৃষ্টি করবো।
যদি ভালোবাসা দাও
আমি রোমিও-জুলিয়েট, রাধাঁ-কৃষ্ণ, শিরি-ফরহাদ, লাইলী-মজনুর
প্রেমকে করবো- ওভারটেক
যদি ভালোবাসা দাও
আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমিক হবো,
আর কিংবদন্তির মহানায়ক ।