এক
সৃষ্টিকর্তা আছেই একজন এই যে বিশ্বাস মনের ঘরে,
জানি না তো জন্ম নিলো বিজ্ঞানের কোন সূত্র ধরে।
সকল ক্ষেত্রে যুক্তি-প্রমাণ সন্ধান যদি করতে হবে,
বোধতারকা জন্ম থেকেই দিচ্ছে আলো কিসের তরে!
দুই
ডারউইন আজ থাকতো যদি কী যে হতো তার পরিনাম,
হয়তো বা সে বানর সেজেই চক্কর দিতো এই ধরাধাম।
অথবা সে ক্ষমা চেয়ে সেই এক স্রষ্টার দরবারে,
এক পলকেই ভাঙতো তার সব পরীক্ষাগারের সরঞ্জাম।
তিন
কেমন আছি এই কথাটা বলবো নাতো কারো কাছে,
তামাম বিশ্বির সব খবরই তোমার প্রভু জানা আছে।
যেমন ইচ্ছে তেমন করেই এ বান্দাকে রাখছো আজি,
সব অবস্থায় তোমায় স্মরণ করছি বলেই হৃদয় নাচে।
চার
প্রভুর কাছে রাখবো প্রশ্ন এই সাহস না কভুই জাগে,
প্রশ্ন রাখা মানেই হলো অপছন্দ তার ইচ্ছাকে।
যেমন রাখে তাতেই খুশি নাখোস হলে পাপী হবো,
ভাবনা একটাই ওপারেতে যেতে হবে ফুলের বাগে।