রুদ্র বৈশাখ ॥ শাহ মতিন টিপু

বৃক্ষ পাতায় লাগল ঝড়ের ঝাপটা..

বুনো বাতাস ভাঙে ডালা
নেয় উড়িয়ে ঘরদোর সব
নেয় উড়িয়ে মনটা।

কাঁপে আকাশ কাঁপে ভূবণ
এই কাঁপনের শেষ যে কখন
কে জানে তার ক্ষণটা।

পূবালি বাতাসের দাপট
ভাঙে মনের আঁধার-গুমোট

বৈশাখের এ রুদ্র রোষে
তুললো রে ঝড় কোন বিনাশে

উঠল জেগে বাতাসে আজ
এ কোন সর্বনাশা নিনাদ
কীসের বিদায় ঘন্টা!

বৃক্ষ পাতায় লাগল ঝড়ের ঝাপটা..

Print Friendly, PDF & Email

Related Posts