গুলশান-ই-ইয়াসমীন এর বৈশাখী পদাবলী

নববর্ষের পদ্য

কলমে এসেছে, এসেছে ভেসে
নববর্ষে পদ্য
পাখা মেলে হাওয়ায় ভেসেছে,
গণিতের রসিক গদ্য ॥

 

কাজলা মেয়ে চুপ চুপ জলে
ভিজেছে চুল সদ্য
কবিতাগুলি হাওয়ায় হেসেছে,
কবির লেখনি বোধ্য ॥

ছলাৎ জলে পানকৌড়ি
নিশুতি রাত স্তব্ধ
শব্দগুলি হাওয়ায় নেচেছে
মৌনতা হয়েছে জব্দ ॥

বটতলায় মেলা বসেছে
বাঁশীর লহরীর শব্দ
নিত্য বছর বারংবার ফিরে
বৈশাখী বর্ষের পদ্য ॥

images-1.thumbnail

 

ছুটুক

বৈশাখ বৈশাখ মেলা জমেছে
মেতেছে বটতলা ঐ,
হাঁড়ি পাতিল রঙিন খেলা
মুড়ি মুড়কি খৈ ॥

মা বোনেরা খুশীর জোয়ার
বয়ে দিচ্ছে ঘরে ঘরে
নববর্ষের খুশীর বারতা,
এলো প্রাণ ভরে ॥

হৃদয় মাঝে খুশীর বারতা
হৃদয় মাঝে ছুটে
ভয় ভাবনা ঝড়ের আভাস,
যায় যে সব টুটে ॥

পান্তা ভাতের শীতল পানি
আনে যে শান্তি
সারা বছরের জীর্ণ টুটুক,
সারা বছরে ভুল ভ্রান্তি ॥

ঈশান কোণের ঝড়ের আভাস
রক্তচক্ষু মেলে
কাল বৈশাখীর ঝড়ের আভাসে,
নববর্ষ পাখা মেলে ॥

Print Friendly, PDF & Email

Related Posts