৯ সংগঠনের ভোট পর্যবেক্ষণে আপত্তি আওয়ামী লীগের

বিডি মেট্রোনিউজ || ভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশন অনুমোদিত ২৯টি সংগঠনের নয়টির ব্যাপারে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠি বুধবার নির্বাচন কমিশনে পৌঁছায় বলে জানান ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। অভিযোগনামা নির্বাচন কমিশনে পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেকান্দার আলী।

ইসি কর্মকর্তারা জানান, ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, মানবিক সাহায্য সংস্থা, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, রাইটস যশোর, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, জাগরণী চক্র ফাউন্ডেশন ও ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের বিষয়ে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ।

এর মধ্যে মওসুসকে আগেও একবার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়নি ইসি। আওয়ামী লীগের দেওয়া চিঠিতে ‘অধিকার’ এর নামও আছে। ‘নিবন্ধন’ না থাকায় এ সংগঠনটি আগেই পর্যবেক্ষক সংস্থার তালিকা থেকে বাদ পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরাফাত আরা জানান, নিবন্ধিত শতাধিক সংস্থার মধ্যে ২৯টির ৩ হাজার ৩৯৭ জন পর্যবেক্ষককে এবার পৌর ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৩০ জনকে কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি অনুমোদিত সংগঠনের সর্বোচ্চ পাঁচ জনের একেকটি দল নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে।

পর্যবেক্ষকরা প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে স্বল্প সময়ের জন্য ভোটকক্ষও পরিদর্শন করতে পারবেন।

যেসব সংগঠনের পর্যবেক্ষকরা পৌর ভোট পর্যবেক্ষণের অনুমতি পেয়েছেন সেগুলো হলো- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ, ওয়েভ ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ফেমা, ব্রতী, গণকল্যাণ সংস্থা-জিকেএস, রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস-আরডিএ, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি-বিডিএস, নবলোক, উত্তরণ, কোস্ট ট্রাস্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি, সলিডারিটি, বাঁচতে শেখা, রূপান্তর, ডাক দিয়ে যাই, অ্যাসোসিয়েশন ফর কো অরডিনেট অপারেশন ইন রুরাল ডেভেলপমেন্ট-অ্যাকর্ড ও ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি।

Print Friendly, PDF & Email

Related Posts