এক
ক’দিন আগেও এইখানেতে ছিলো নানান গাছগাছালি,
যাদের সাথে জমেছিলো নানান রঙের প্রেম-মিতালী।
আজ এখানে এসে দেখি বন্ধুরা কেউ নেই বেঁচে আর,
বালাখানা গড়ার তরেই চারদিকে ইট, পাথর, বালি।
দুই
ভোরের বেলায় ঘুম ভেঙে যায় মুয়াজ্জিনের আহ্বানে,
সারা রাতের জড়তার গিঁট যায় তো খুলে আযান-তানে।
ও মুয়াজ্জিন তোমার কণ্ঠে দিলো খোদা কী নিয়ামত!
যার অছিলায় আলোক জ্বলে আঁধারময় এই মনে-প্রাণে।
তিন
কেমন করে মনের ঘরকে রাখবো দূষণমুক্ত আজি,
চারিদিকেই রাখছে ঘিরে রোগজীবানুর মশা-মাছি।
পাক-পবিত্র থাকবো বলে কতো ভাবে চেষ্টা করি,
কিন্তু সবই দেয় গুলিয়ে, বুঝি কার এই কারসাজি।
চার
তসবীহ হাতে চক্কর দিচ্ছো সারা শহর-গ্রাম-বন্দরে,
খোদা আর তো তুমিই জানো কি আছে গুপ্ত অন্তরে।
ভালোবাসা যারই জন্য তাকেই শুধু সামনে রাখো,
উত্তম স্থান ঘরের কোন বা কোনো পর্বতের কন্দরে।