নারী দেহে অনুসঙ্গ ॥ বদরুজ্জামান জামান


নারী দেহে অনুসঙ্গ

 

গ্রীষ্মের বাতাসে শব্দরা উড়ে 
শীতের পাখির পালকে 
অথচ মেঘের তর্জনীতে ঝরে বৃষ্টি
ঝড় ঝঞ্জা কাঁধে নীড় হারা পাখিরা।
সুবচন কাব্য গাঁথা ছন্দে 
নারীর দেহে জাগে সমুদ্রের ঢেউ ।

 

শুশ্রুষা সর্বদা রোগ মুক্তি হলে
ডানা ভাঙ্গা পাখি আপ্লুত হয়
কীর্তন কামনায় সদাচারি নারী 
দেহে অনুসঙ্গ সাজায় ।

   

 

আর কি চাও তুমি

 

আর কি চাও তুমি ?
সংকোচিত দিনে রাতের সম্প্রসারিত হস্ত 
এখন দিনেই রাতের সঙ্গম শুরু হয় । 
উলঙ্গ নৃত্যে লোকালয় উম্মত্ত
লজ্জাহীন সভ্যতার  পদলেহন মস্তকে । 

 

মৃত্যুর গ্যারান্টিতেও  উচ্চকিত  জীবনাচার  
জীবন্মৃত মোহে বেড়ে উঠে জীবাশ্ময় । 
পরম তুষ্ট চিত্তে তোমার চাওয়ার পূর্ণতায় কি
এসব যথেষ্ট নয় ? তবে আর কি চাও তুমি ?

Print Friendly, PDF & Email

Related Posts