নাকের সৌন্দর্য বৃদ্ধির সার্জিকাল কর্মশালা

জাফর আহমদ নোমান  নাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য  ডাক্তারদের  হাতে কলমে প্রশিক্ষন প্রদান এবং রোগীদের নাকের সার্জিকাল সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজে দুদিনব্যাপী আন্তর্জাতিক  সার্জিকাল কর্মশালা আজ শুরু হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব রাইনোলজি এবং ঢাকা মেডিকেল কলেজের নাক,কান,গলা  বিভাগের যৌথ  উদ্যোগে আয়োজিত ঢাকা মেডিকেল কলেজ-২ এর ৬ষ্ঠ ফোরের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত আন্তর্জাতিক এ কর্মশালা চলবে  ২৪ এপ্রিল  পর্যন্ত।

কর্মশালার উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইসমাইল খান, ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে ভারত থেকে আগত নাক সার্জারী বিশেষজ্ঞ ডাঃ ব্রোজেন্দ্র বাছেক, ডাঃ শান্তনু পাঞ্জা, ডাঃ অমিতাভ রায় চৌধুরী,  ঢামেক ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মহিউদ্দিন খান, অধ্যাপক ডাঃ শেখ রুমী, অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, সহযোগী অধ্যাপক ডাঃ মুন্না  প্রমূখ।

আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহনকারী ২১৪ জন ডাক্তারদেরকে ঢাকা মেডিকেল কলেজের  অপারেশন থিয়েটার রুম থেকে নাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা  রোগীর নাক অপারেশনের সরাসরি ভিডিও চিত্র ধারা ভাষ্যের  মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। কর্মশালার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের  অধ্যাপক ডাঃ শেখ রুমী জানান,  নাকের সৌন্দর্যের  অভাবে সমাজে অনেকে  মানসিক দুশ্চিন্তায় ভোগেন। সে সমস্ত ভুক্তভোগী মানুষের  নাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য আন্তর্জাতিক এ কর্মশালা সময় উপযোগী ভুমিকা রাখবে।

Print Friendly

Related Posts