অবিরাম বৃষ্টি

কামরুন নাহার রুনু

 

ভিজে যাচ্ছে মনোবল!
ভেসে যাচ্ছে বসতবাটি,নষ্ট আজ পোয়াতি জমিনের বুক!
বিষণ্ণ শবদেহ হয়ে অচেতন আজ আমাদের বিশ্বাস
এখন মলিন নিশ্বাসে স্তিমিত দীর্ঘশ্বাস ফেলে;
ঝরে উঠোনের ঝিঙে ঝাড়ের ফুল,
তবুও কোন সঠিক সিদ্ধান্ত দিতে অপারগ অকেজো হাতঘড়ি…

 

বড় অবেলায় আজ আকাশের নীল মলাটে বিষাদের ঝরনা
কার্পাসের তুলা হয়ে উড়ছে ক্রমশ কৃষকের প্রজাপতি স্বপ্ন!
বৈশাখের এই ঘামঝরা রোদে বাদামী বুকে উত্তাল উৎসব নিয়ে
যে মাটি কর্ষণ করেছে তৃষিত বর্গাচাষী;
ঋতুবদলের আবহমানধারায় ফসলের ধ্বংসাসি সিক্ততায়;
আত্মপ্রতিকৃতি ভুলতে বসেছে ঋজুদেহে পরিণত আগামির যুবা!
তবুও কোন সঠিক সিদ্ধান্ত দিতে অপারগ অকেজো হাতঘড়ি…

 

আলোর প্রত্যাশায় বৃত্ত ভাঙার খেলায় সদা নিমগ্ন বহমান মানুষ
তবু চলছে আভিধানিক জীবনের খোঁজে।

 

কল্পনায়

তোরা জ্যোৎস্নার কাছে দিয়েছিস ধরা আলোর সাপেক্ষে
আমি না হয় কল্পে তার জড়ালাম কিছু কণা
চাঁদ ছিলোনা ঘরে তবু বিগত আচরণে বুনেছি তার আভাস
আজ সাজাবো পুরো ঘরময় আমার অদৃশ্য উচ্ছ্বাস।

তোরা জল ছুঁয়ে দেখতে চেয়েছিস জলের গভীরতা
আমি না হয় দুঃখ ছুঁয়েই জানলাম তার ছলাকলা
জলে আছে সাপের ছোবল, নুড়ির কিছু গল্প
আমিও তাতে চলছি ভেসে হয়ে পানসিতরীর কাব্য।

Print Friendly, PDF & Email

Related Posts