শাহরিয়ার সোহেল
সম্ভবত বোবা হয়ে যাচ্ছি
বিগত সাত-আট বছর ধরে
নিয়মিতভাবে বছরে দু’বার বোবা হই
স্বরতন্ত্রী বিকল হয়ে যায়
কণ্ঠ থেকে বের হয় না কোন শব্দ তরঙ্গ
যে কণ্ঠে একদিন কবিতা পাঠ
আবৃত্তি, বক্তৃতার ঝাণ্ডা উড়াতাম
সব ক্রমশ স্থবির হয়ে উঠছে
চুলেও ধরেছে পাক, চোখে চালশে
চলে যাবার চিঠি এসেছে
হঠাৎ করেই চলে যেতে হবে
পড়ে থাকবে দীর্ঘশ্বাস আর
ছিটে ফোঁটা সৌন্দর্যের পশরা
বোবা হয়ে যাচ্ছি ক্রমশ
কণ্ঠ অবরুদ্ধ, দৃষ্টি সীমিত
ভোকাল কর্ড নিস্তব্ধ
অসহায়ের মতো শুনি সবকিছু
বলার জন্য বুকের ভেতর জমে উৎক্ষিপ্ত লাভা
বলতে পারিনা কিছু
লিখে চলি কালের কলমে অসংখ্য পঙক্তিমালা
জানি না তাও কখন স্তব্ধ হয়ে যাবে
গায়েবী ইশারায়…
গন্তব্য খুঁজি
খাঁ-খাঁ রোদ্দুরে হাটঁছি আমি হন-হনিয়ে
চোঁ-চোঁ করছে পেট মাথার ভেতর ভন-ভন
দূর থেকে শোনা যায় শিশুদের ট্যাঁ-ট্যাঁ
ঠা-ঠা রোদ্দুরে কুকুরগুলো করছে ঘেউ-ঘেউ
মাথার ওপর কাকের কা-কা
মাটির রাস্তায় সড়-সড় করে চলে গেল বাহারি সাপ
ছম-ছম করে উঠল গা, বন-বন করল মাথা
হঠাৎ গাছের একটি বাকল ভেঙে পড়ল মড়-মড়িয়ে
রোদের আলোয় সোনালি ধান করছে ঝিকি-মিকি
ধানের ক্ষেতে হি-হি শব্দ, গর-গর করছে কেউ
দেখি মিউ-মিউ শব্দে বেরিয়ে এলো মিনি বিড়াল
চোখগুলি তার দুরন্ত যেন পূর্ব জন্মের অভিশপ্ত আত্মা
কিছু দূরে ঘচ-ঘচ করে ধান কাটার শব্দ
অথচ চারিদিকে শূন্যতা ছম-ছম করছে গা
চোখ দুটি ছল-ছল, বাতাস বইছে শন-শন
ভয়ে শাঁ-শাঁ দৌঁড়ে গন্তব্য খুঁজি…