বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গৌরবোজ্জ্বল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ কবি, শিল্পী গুলশান-ই-ইয়াসমীন চট্টলা পিস এ্যাওয়ার্ড-২০১৭ পেলেন।ভাষাসৈনিক রেজাউল করিমের হাত থেকে তিনি এই পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলায়তনে ২৯ এপ্রিল চট্টলা পিস এ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠিত হয়। আয়োজক চট্টলা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম।বিশেষ অতিথি ছিলেন লায়ন গণি মিয়া বাবুল এমজেএফ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। মোঃ দুলাল মিয়া, বিশেষ অতিথি, চেয়াম্যান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।
বিশেষ অতিথি ছিলেন আলোক পত্রিকার সম্পাদক গুলশান-ই-ইয়াসমীন ।
মূল প্রবন্ধ পাঠ করেন এস এম আনোয়ার হোসেন অপু, মহাসচিব, চট্টলা ফাউন্ডেশন। স্বাগত বক্তব্য রাখেন এম এইচ আরমান, চেয়ারম্যান, চট্টলা ফাউন্ডেশন।
সভাপতি ছিলেন লায়ন মেহেদি হাসান। উপস্থিত ছিলেন আলহাজ্জ আবু সাইদ বরকন্দাজ- মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন টিমুনী খান রীনো।
অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথিবৃন্দ ১৯৯১ সালে প্রাকৃতিক বিপর্যের কথা আলোচনা করেন।বক্তব্যে সবাই বলেন- ‘দেশের বিপর্যয় সবার রোধ করা উচিত।
গুলশান-ই-ইয়ামীন বলেন-‘প্রশাসনের সাথে সাথে সমাজ সেবক সেবিকা ও জনগনেরও মোকাবেলা করা উচিত।
দ্বিতীয় পর্বে গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আলোক সম্পাদক কবি গুলশান-ই-ইয়াসমীনকে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদ ও পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।