নাছির ইউ. মাহমুদ আবারো উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট

বিডি মেট্রোনিউজ ডেস্ক || বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাছির ইউ, মাহমুদ বিশাল ভোটের ব্যবধানে উত্তরা ক্লাব লিমিটেডের ২০১৫-২০১৬ বর্ষের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৬৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কে. এম. আর মঞ্জুর পেয়েছেন ৩১৬ ভোট।

প্রেসিডেন্ট ও দশ সদস্যের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তার নির্বাচন ২৫ ডিসেম্বর শুক্রবার দিনভর ক্লাব চত্বরে  উৎসব মূখর পরিবেশে  সু-সম্পন্ন হয়েছে।

Uttara-Club-Limited-10

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত দশ কর্মকর্তারা হলেন যথাক্রমেঃ- ইফতেখার মাহ্মুদ (এম-১০২), নূর মোহাম্মাদ ডিকন (ডি-৫), এস. এম. কাইয়ুম আলী (ডিএম-২৪১), এ.এম. মাহমুদুর রহমান (আর-১৩৮), মোঃ নুরুল ইসলাম (এলএম-৪৫), আরশাদ মোর্শেদী হোসেন (পিপলু) (ডিএম-৩১৫), মোঃ শফিকুল আলম (ডিএম-১৮১), পিয়ারা নার্গিস (এন-১২), মোঃ মারুফ আজিজ (বাবু) (ডিএম-১৬৯)  ও কে. এম. খায়রুল বাশার (ডিএম-১১৪) ।

‘নবগঠিত কমিটি ক্লাবের উন্নয়নে আরও গতিশীলতা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাবেন’ প্রেসিডেন্ট ও একই কথা বলে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি ক্লাব মেম্বাররা সচেতন; ভাল কাজের মূল্যায়ন ঠিকই হয়। সকলের সমর্থন ও ভালবাসা আমার জীবনের পরম সঞ্চয় হয়ে থাকবে।’

উত্তরা ক্লাব লিমিটেডের সচিব উইং কমান্ডার (অবঃ) মোঃ মাহ্তাজুল হক, পি এস সি প্রেরিত ‍এক প্রেস বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts