চন্দ্রের কটিদেশে
সে হাসির ওজন হবে দু’শ পঞ্চাশ গ্র্যাম
ওরা নিশ্চিত হবে এক ইঁদারা
নিদারুণ গ্রীষ্মে
নিমজ্জিত হওয়াও আনন্দ হবে বিপুল
তিন-চতুর্থাংশ হবে সে মুচকুড়ানি
সম্মোহনী ইন্দ্রজালে
আটকে যাবে গ্রীলকরা রমণীকুল
গলদাচিংড়ি ভেটকি এবং অক্টোপাস
হাসির ঢালে পিছলে যাবে মনস্তাপ
এবং গলে যাবে মেরুদণ্ডের কশেরুকাসমূহ
ঘূর্ণায়মান পৃথিবী এসে নতজানু হবে
চন্দ্রের কটিদেশের গিলোটিনে
জীবনের প্রয়োজনে
দরোজার তালা ভেঙ্গে ফেলে দাও অতল কুয়ায়
এবার আকাশ বরাবর তাকিয়ে নিম্নোষ্ঠ টেনে
সজোরে বাজাও সিটি।
আকাশের সনাতনী নীলে বাজে বাতাসের সারগাম
পাতার ক্লোরোফিলে অন্যরকম সবুজের আলপনা।
ফুসফুসভর্তি স্বাধীনতা।
ভিসতার বর্ণালি ভুবনে নবীনের হাতছানি
বাগান নেই? তাতে কি আসে যায়-টবেই লাগাও
সাতরঙের ডালিয়া।
মনের বোতাম খুলে হৃৎপিন্ড টেনে বের করে আনো
সময়ের তারে আঙুলের কাজে প্রস্ফুটিত করো সুর
ঠিকা জীবনের প্রয়োজনে।
জ্বলুক জ্বলুক
লেজে তারাবাতি বেঁধে দিয়েছি ছেড়ে— জ্বলুক জ্বলুক জ্বলুক— ইচ্ছেগুলো এবার ইচ্ছেমতো জ্বলুক। ব্লেড
দিয়ে হাত কেটে নাম লেখার দিন শেষ— ম্যচের কাঠি পুড়িয়ে হাতে ভালোবাসা অঙ্কন শেষ— এখন হেমন্ত
কুড়াবার কাল— হলুদ খামের ‘ভুলো না আমায়’।
শিশিরভর্তি চোখে শ্মশানের নিবুনিবু আলো উল্কি এঁকে যায়— উলুধ্বনি এসে জমা হয় বাঁশঝাড়ে।
লেইস-ফিতা-জড়ি-রিবনওয়ালা ঐ চলে যায় চিরতরে— ভৌতিক ছায়ায় কাঁপে এদিকওদিক। স্থলশামুকের
জিহ্বার মতো গুঁটিয়ে আসে অতীতের দিন।
স্মৃতিচিহ্নগুলো গুঁড়ো করে মিশিয়ে দিয়ে আত্মায় বসে থাকি শিমুলতলায়। তুমুল ভরদুপুর— কিছু ঘুড়ি গুঁতো
খেতে খেতে ছিঁড়ে চলে যায় দিগন্তের নীচে। লাঠির চূড়ায় হাসে অধরা অতীত। আমার কি বাঁশি ছিলো—
কৌটাভর্তি ছিলো নাকি রঙ্গিন মার্বেল।
একটি বিশাল তোলপাড় এসে ডুবে যায়— বিজন স্টেশনে হিম হয়ে যায় কেতলির গরম চা। যেতে না
চাইলেও পদপুটে কেঁদে ওঠে স্তব্ধ সিঁড়ি— আজো কি করিনি প্রস্থান তবে অদৃশ্য আড়ালে— ছায়া কাঁপে মায়া
কাঁপে— জিংলাসাপের মস্তকে বিপুল মেদেনী।
প্রিয়মুখগুলো সুতোকাটা ঘুড়ি
একটি দুপুর শুয়েছিলো থির
হাঁসের বালিশে দিঘির শীতলে বেশ চুপিচাপি
কয়েকটি রেখা জলের ভিতর
এঁকেছিলো মুখ খুব চারুময় অসীম অতীতে
সময়ের গাছে ফুল-পাতা ঝরে
স্মৃতিগুলো নড়ে একাকী বাতাসে ভীষণ বিজনে
আহা দিনগুলো পাকা করমচা
গোল্লাছুটময় ছুটে চলে যায় মার্বেল সময়
অসীম কাজল বেবিনাজ মালা
রীনা কামরুল শাহেদ দিদার প্রিয়মুখগুলো
সুতোকাটা ঘুড়ি গুগলি-শামুক
সাদা গিমাফুল এপ্লিকের ভুল হেলেছে জীবন
* * * *