মঞ্জুরুল ইসলাম এর ‘স্বপ্ন’

মার স্বপ্নের মাঠটা বুঝি অনেক বড়
দৌড়াতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাই।
হাঁটতে গেলে পিছিয়ে পড়ি,
স্বপ্নের পাড়টাও বুঝি অনেক নরম
স্বপ্নের ভিতর ডুবে যায় আমার পা দু’খানি
ইচ্ছা করলেই সামনের দিকে এগিয়ে যেতে পারি না।
আবার পিছনের দিকে তাকাতেও পারি না।

শুধুই দুঃস্বপ্নের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া
আর হৃদয়ের ব্যথায় শুধু চোখের জলে নিজেকে নিবেদন
নিজেকে আর কত কাল বোঝাবো
বোঝাতে বোঝাতে পেরিয়ে গেছে জীবনের অনেকটা বেলা।

বেলা পেরিয়ে হয়ে গেছে সন্ধ্যা তবুও
হয়নি আমার স্বপ্ন দেখার অবসান।
আজ স্বপ্নরা বড় কান্ত!

ওরা যে অবসর চায় কিন্তু আমি যে দুঃস্বপ্ন
দিয়ে ভরে রেখেছি আমার হৃদয়টা ।
স্বপ্নের মাঝে বিলীন হয়ে যায়
আমার জীবনের শত শত প্রতিশ্রূতি।
মায়ের দেওয়া বাপের প্রতিশ্রূতি বোনের অনুরোধ
ভাইয়ের আশা আর বন্ধুর চাওয়া সবই ছিল
কী ফাঁকি !

কখনও কখনও মনে হয় স্বপ্নের পথটা বড়ই আঁকাবাঁকা
রোদ্ চাইলেই বৃষ্টি নামে,
আবার বৃষ্টি চাইলেই মরুভূমির দেখা মেলে।
এ বুঝি শেষ হয়ে যাবে জীবনের অপ্রাপ্তি গুলো
কিন্তু কে বহন করবে এত বড় স্বপ্নের বোঝা-

দিনের পর দিন বেড়েই চলেছে দুঃখের নুড়ি পাথর গুলো
এ জীবন শুধুই যেন স্বপ্ন দেখার মেলা।

Print Friendly, PDF & Email

Related Posts