রুবাইয়াত ॥ কাজী রিয়াজুল ইসলাম

এক

ভার করেছ মুখটা কেন, কি ব্যথা কও হৃদয়-পুরে,
তব এমন ভাবটা দেখে মেঘ জমেছে আকাশ জুড়ে।
ঝড় বহিলে ওগো বধূ ঘরের চাল তো উড়ে যাবে;
বললে, খোদার বিশ্ব তখন দেখব দু’জন ঘুরে ঘুরে।
দুই

যখন দু’জন ফুলবাগিচায় করতে থাকি ঘোরাঘুরি,
হয় যে মনে তুমি ও ফুল একই গোত্রের সাথী-জুড়ী।
তখন বধূ ভেবে মরি ঘরে আবার আসবে কি না,
আঁচলটা তাই ধরে রাখি- নাটাইর সাথে যেমন ঘুড়ি।

Print Friendly, PDF & Email

Related Posts