বিডিমেট্রোনিউজ ॥ ইউটিউবে প্রকাশিত হলো ‘নবাব’ সিনেমার ট্রেইলার। প্রকাশের পরেই যা শাকিব ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। কলকাতার এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২ মিনিট ৩০ সেকেন্ডের ‘নবাব’ সিনেমার ট্রেইলারটি।
এই ট্রেইলার প্রকাশের পরে আবারো ভক্ত, নিন্দুক ও সমালোচকদের আলোচনায় উঠে এসেছেন শাকিব খান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রেইলারটি ৯৭ হাজার ২৩৭ বার দেখা হয়েছে।
প্রকাশিত ট্রেইলারে শাকিব খানের অ্যাকশন ও রোমান্সের এক ঝলকেই বোঝা গেছে পুরোদস্তুর মসলাদার বাণিজ্যিক সিনেমা উপহার দিতে যাচ্ছেন ঢালিউডের এই সুপারস্টার। সিনেমায় শাকিবের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন টালিসুন্দরী শুভশ্রী গাঙ্গুলী।
হাইভোল্টেজ ধামাকার ‘নবাব’ সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা জয়দেব মুখার্জি। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, আগামী রোজার ঈদেই বাংলাদেশে এবং জুলাইয়ে ভারতে মুক্তি পাবে ‘নবাব’।