বিডিমেট্রোনিউজ ॥ ইউটিউবে ‘ইসলামী গান মনে করে’ নুসরাত ফারিয়া ও জিতের আইটেম গান ‘আল্লাহ মেহেরবান’ দেখে ‘বিব্রত’ এক আইনজীবী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ‘বস ২’ সিনেমার প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় উকিল নোটিস পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের দাবি, আগামী তিন দিনের মধ্যে গানটি ইউটিউবসহ সব মাধ্যম থেকে অপসারণ করতে হবে। অপসারণ করার আগ পর্যন্ত গানটি প্রদর্শন বন্ধ রাখতে হবে।
তা না করলে জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে ‘আইন অনুযায়ী ব্যবস্থা’ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে নোটিসে।
আজিজুল বাশারের পক্ষে রোববার ডাকযোগে ওই নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মামলা লড়েছিলেন।
জাজ মাল্টিমিডিয়া ছাড়াও বাংলাদেশ সরকারের তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, পুলিশ মহাপরিদর্শক ও সেন্সরবোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে ওই নোটিসে।
সেখানে বলা হয়, গত ২৭ মে ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি খুঁজে পান নোটিসদাতা। ইসলামী গান মনে করে সেটি দেখতে গিয়ে তিনি জানতে পারেন, এটি ‘বস টু’ নামের একটি চলচ্চিত্রের ‘আইটেম সং’।
“পবিত্র রমজানের আগে এরকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থা দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে,” বলা হয়েছে নোটিসে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, “আমরা কোনো নোটিস এখনও পাইনি। সো নো কমেন্টস।”