গায়ক অভিজিতের নয়া অ্যাকাউন্টও সাসপেন্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক গায়ক অভিজিতের নয়া অ্যাকাউন্টও সাসপেন্ড করল টুইটার। জেএনইউয়ের বামপন্থী ছাত্র সংগঠনের নেত্রী সেহলা রশিদ সম্পর্কে মন্তব্যের জেরে টুইটার তাঁর প্রথম অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। এরপর গতকালই অভিজিৎ তার নতুন অ্যাকাউন্টটি খোলেন।

নতুন অ্যাকাউন্টে অভিজিৎ একটি ভিডিও পোস্ট করে বলেন, আমার কণ্ঠ চেপে দেওয়ার চেষ্টা চলছে। যারা দেশ ও ভারতীয় সেনার বিরুদ্ধে কথা বলে, আমি তাদের বিরোধী। এটা আমার নতুন টুইটার অ্যাকাউন্ট।

একইসঙ্গে করেন পোস্ট, বন্দে মাতরম। আমি ফিরে এসেছি। দেশবিরোধীরা আমার কণ্ঠ চেপে দিতে পারবে না। ভারতীয় সেনাকে সেলাম। এটা আমার নতুন অ্যাকাউন্ট, বাকি সব অ্যাকাউন্ট জাল।

এরপরেই সাসপেন্ড করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট। কিন্তু কী কারণে তা করা হল টুইটার ইন্ডিয়া সে ব্যাপারে কিছু বলেনি। তবে টুইটারে বিতর্কিত মন্তব্যের কারণে অভিজিতের বিরুদ্ধে এর আগে পুলিশে অভিযোগও হয়। তবে জামিন পেয়ে যান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts