খালেদা জিয়ার বাসভবন ঘেরাও

বিডি মেট্রোনিউজ || মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার তার বাসা ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে গুলশান ২ (ঢাকা) মোড়ে। পুলিশ বাঁধা দেয়ায় খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের পরিবর্তে গুলশানে ২ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত মুক্তিযোদ্ধা এবং প্রগতিশীল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গুলশান ২ নম্বরে অবস্থান নেন। সেখানে তারা খালেদা জিয়ার শাস্তি এবং মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য বন্ধে সংসদের আগামী অধিবেশনেই আইন করার দাবি জানান।

এ সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ‘অবমাননাকর’ বক্তব্যেরও নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ১১টার দিকে গুলশান-২ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সেখানে আধা ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন বিপুল সংখ্যক মানুষ।
এরপর বিক্ষোভকারীরা বিএনপি চেয়ারপারসনের বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলেও তার কয়েকশো গজ সামনে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন। কূটনৈতিক এলাকা হওয়ায় সেখানে সভা, সমাবেশ, মিছিল করার অনুমতি নেই বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলে আবারো গুলশান ২ মোড়ে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
Print Friendly, PDF & Email

Related Posts