আবেগ-ভালোবাসার কয়েকপঙক্তি

এটি কোনও কবিতার শিরোনাম নয়, আবেগ-ভালোবাসার কয়েকপঙক্তি

 

শিউল মনজুর

এক.

ঘুরেফিরে শুধুই দেশের কথা মনে পড়ে। দেশ কাকে বলে কেউ কি জানে? দেশের জন্য বারবার মন পোড়ে । দেশের জন্য বারবার মন হাহাকার করে কেঁদে ওঠে। দেশ কি জিনিস কেউ কি জানে? দেশে তো আমার কিছুই নেই। না কুড়ে ঘর, না মাটি। নিকট আত্মীয় ও আপনজন ছাড়া কেউ নেই আমার। তবু মনে হয়, দেশই আমার সব। দেশই আমার বোন দেশই আমার ভাই। দেশই আমার মা। দেশই আমার প্রিয় মাতৃভূমি। আমার স্বপ্ন দেখার বাগান যেনো আমার দেশ। হৃদয় দিয়ে ছবি আঁকার দেশ যেনো আমার বাংলাদেশ।
দুই.

যেখানে আছি এখানে সব কিছুই আছে। নানান দেশের নানান মানুষ আছে। সুন্দরী কন্যা আছে সুন্দরী ধামান আছে। আয়-ব্যয়ের নানা পথ আছে। আলো বাতাস সবুজ বৃক্ষ নদী সমুদ্র কিংবা বিচিত্র খাবার দাবার সবই আছে। ভালো লাগার যে কত কিছু আছে…। তবু আমার কিছুই ভাল্ লাগে না। বারবার দেশের কথা মনে পড়ে। সবুজ প্রান্তরের কথা মনে পড়ে। একটি বালকের নাটাই সুতো থেকে উড়ে যাচ্ছে লাল নীল সবুজ রঙের ঘুড়ি…। একটি বালক সাঁতরে পার হয়ে যাচ্ছে নদী…। আমার শুধু দেশের কথা মনে পড়ে আর বার বার মনটা হাহাকার করে কেঁদে ওঠে। দেশের যে আলো বাতাস দেশের যে সমুদ্র বিলাস, প্রকৃতির রূপলাবণ্য আর যে মাটির সু ঘ্রাণ এখানে যেনো তার কিছুই নেই।

 

তিন.

এখানে নীতি আছে শুদ্ধতা আছে। গাড়ি আছে বাড়ি আছে। তবে বৃষ্টিতে ভিজে না কেউ। বন্যায় ভাসে না কেউ। উপোস থাকে না কেউ। চুত মারানি বলে গাল্ দেয় না কেউ। এখানে মানুষ মানুষের জন্যে এগিয়ে যায়। তবু মনে হয় এখানে যেনো প্রাণ নেই। এ আলো বাতাস বুঝি আমার জন্যে নয়। মনে হয় যেনো আমি এখানে কয়েকদিনের একজন অতিথিমাত্র। দেশের জন্যে বুকটা হাহাকার করে ওঠে। দেশ কি জিনিস কেউ কি জানে? দেশ কাকে বলে কেউ কি জানে?
চার.

জানালার পাশে বাতাবী লেবুর ঘ্রাণ, রিক্সার টুংটাং শব্দ, ইশকুলের ঘন্টা ধ্বনি, মুয়াজ্জিনের সুমধুর আজান, পুজোর প্রাসাদ, গ্রীস্ম বর্ষা শরত হেমন্ত শীত ও বসন্তের ফুল পাখি, একুশের শহীদ মিনার, প্রভাতফেরি, বাংলা একাডেমির বইমেলা, স্বাধীনতা ও বিজয় দিবস, বাংলা নববর্ষের মিছিল, ভোরের সংবাদপত্র আর ঝলমলে ঈদ সংখ্যার পাতাগুলো আমার মনের ভেতর জেগে থাকে অবিরাম। তারা জানে না কবির জন্মভূমি কবির শ্রেষ্ঠ অভিধান।
পাঁচ.

দেশ কি জিনিস তারা কি কেউ জানে? মনে হয় না! দেশ কাকে বলে তারা কি কেউ জানে? মনে হয় না! দেশের পথে প্রান্তরে পড়ে আছে আমার মন। দেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আমার গরীবের নিঃশ্বাস। নদীমাতৃক দেশের শহরে বন্দরে খাল বিল বৃক্ষ লতায় পাতায় ছুঁয়ে আছে আমার জীবনের সজীবতা-বাংলাই যে আমার প্রাণ। বাংলাদেশ আমাকে ডাকছে… বিপুল স্বপ্ন ও নতুন সম্ভাবনা নিয়ে বাংলাদেশের দিকেই ছুটে যাচ্ছি।

 

19403

শিউল মনজুর : আমেরিকা প্রবাসী

Print Friendly, PDF & Email

Related Posts