এক
পেয়ালা ভরে আনো বধূ ভালোবাসার শীতল শরাব,
পান করে যা মনের বাগে ফুটাব আজ সবুজ গোলাপ।
তা নিয়ে সেই শেষবিচারে প্রভুর সামনে হাজির হলে,
ধরার বুকে কেমন ছিলাম তুমিই দেবে সাক্ষ্য-জবাব।
দুই
রাতের বেলায় একা একা হেঁটে হেঁটে ফিরছি ঘরে,
মাথার ওপর চন্দ্রটা তো চলছে একই সড়ক ধরে।
ভাবছি ও কী চুপে চুপে আসছে হেসে অভিসারে?
দোহাই খোদা রক্ষা করো কাঁদছে বধূ আমার তরে।