শাহ মতিন টিপু
চোখ থেকে চোখে দৃষ্টি ফেরাই যতই
সে অথই সুখ পাইনাতো আর,
কোথায় হারাল পাহাড়সম সেই
সুখ জড়ানো উঠোন কোনে দাঁড়িয়ে থাকা
আমার পাতাবাহার?
কোথায় হারাল সেই সোনালু গোধুলীতে
দরোজার পাশে দাঁড়িয়ে থাকা লাল
ডালিমের হাসি,
যে স্মৃতি বয়ে আজো আমি ভাসি
হয়ে আকাশের মেঘ,
আজো আমি বারি হয়ে ঝরে ঝরে পড়ি
নিয়ে বুকে সেই পুরনো আবেগ।
আজো আমি ছুটে ছুটে যাই কোনো
পাহাড়ের কাছে,
নিজেই জানিনা সে মৌন পাহাড়ে আমার
কী এমন রাখা আছে!
সাগরের তটে ছুটে ছুটে যাই
হাওয়ায় হাওয়ায় নিজেকে হারাই।
কত কিছু করি আহা মরি মরি,
কাটেনাতো তবু মনের ধকল
নিজেই জানিনা মনের ভেতর কোন গান
কার বিরহে থেকে থেকে উঠে গুমড়ি।
বুকের ব্যাথা বুকেই রয়ে যায়,
মনের চোখে হিজল-তমাল ছায়ে বসে বসে
দেখে যাই সেকালের নদী-
এ দেখার নেই যেন কোনো অবধি।
হায়রে ফেলে আসা শৈশব, হায়রে তারুণ্য
হায়রে রবি মৌসুমের ফসল ভরা মাঠ,
হায়রে আমার ধানখেত, শালিক সকাল
ফড়িং দুপুর, জোসনা মাখানো রাত,
হায়রে আমার লাল নীল ঘুড়ি, ঝিঝিদের গান
বাগানে বাগানে মধু ছোটাছুটি-
মিছে শুধু খোঁজা, ঘামে নেয়ে ওঠা, মেলেনা কিছুই।
সবি যেন আজ স্মৃতি পাহাড়সম সেই
সবি আছে তবু যেন কোনোকিছু নেই,
হাহাকার ধ্বনি বুকে উঠে অনুরনি
চোখ থেকে চোখে দৃষ্টি ফেরাই যতই…