খালেদা জিয়ার নেতৃত্বে আবারও গণতন্ত্র ফিরবে ॥ শিবচরে জসিম মৃধা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাদারীপুরের শিবচর উপজেলার বড়খাষ বন্দর খোলায় যুবদলের কর্মী সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিবচর থানা যুবদলের যুগ্ন আহবায়ক এম এম জসিম উদ্দিন মৃধা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুবদল নেতা জসিম উদ্দিন মৃধা বলেন, শহীদ জিয়ার ফিরিয়ে আনা গণতন্ত্র আজ নির্বাসনে। তবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও সেই গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ প্রকাশের পর বাংলাদেশের মানুষের মাঝে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এতে মানুষের আশা আকাঙ্খার প্রতিফলিত হয়েছে বলে জনগণ তা গ্রহণ করে স্বাগত জানিয়েছে। তাই প্রয়োজনে শিবচরের জনগনকে সাথে নিয়ে ভিশন ২০৩০ এর সফলতার জন্য রাজপথে আন্দোলন করবো।

জসিম উদ্দিন মৃধা আরও বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। তিনিই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। এজন্যই ভীত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে বিচারের নামে প্রহসন করা হয়েছে। তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। তবে যে কোনো মূল্যে তিনি দেশে ফিরবেন এবং নেতৃত্ব দিবেন।

এতে অন্যান্যের মধ্যে বড়খাষ বন্দর খোলা বিএনপি নেতা কামরুজ্জামান নশু মোড়লসহ আরও বক্তব্য রাখেন- পৌরসভা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু শেখ, শিবচর থানা সাবেক ছাত্রদলের যুগ্ন-আহবায়ক কাজী খোকনুজ্জামান খোকন, সন্ন্যাসীরচর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মৃধা ও যুবদল নেতা ঠান্ডু মৃধা অনিক প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts