রুবাইয়াত
কাজী রিয়াজুল ইসলাম
এক
নিরজনে একা বসে ভাবছে শুধুই রিয়াজ বুড়ো,
কোথা থেকে কোথায় এল পায় না খুঁজে শুরু-মুড়ো।
কি ভেবে আজ প্রিয় গানটি যখনই সে গাইতে গেল,
চমকে ওঠে, কেননা তার বদলে গেছে গলার সুরও।
দুই
এতই বয়স হলো রিয়াজ বুঝলে না তাও জীবন-মর্ম
বৃথা কাজেই ঝরালে হায় সাগরভরা নোনাঘর্ম।
হিসেবখাতা পরখ করে কাঁদছ খুবই আজ অবেলায়,
যখন হঠাৎ দেখতে পেলে কুচকে গেছে দেহের চর্ম।