বিডি মেট্রোনিউজ || ২০১৫ সালের ১ জানুয়ারী থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট দুর্ঘটনার সংখ্যা প্রায় ২৬২৬। এই তথ্য শুধু মিডিয়ায় প্রকাশিত তথ্যের। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ২৭১৩।
বাংলাদেশের লাইসেন্সকৃত গাড়ীর সংখ্যা ২১ লক্ষ এবং অবৈধ গাড়ীর সংখ্যা প্রায় ১০ লক্ষ (নসিমন, করিমন, ভটভটি, অটোবাইক, মাহেন্দ্র, ট্রলি ইত্যাদি)। এই হিসাবে প্রতি দশ হাজার গাড়ীতে সড়ক দুর্ঘটনার সংখ্যা হলো ৪৯টি। অথচ প্রতি ১০ হাজারে আমেরিকায় ২টি, জাপানে ২টি, চীনে সোয়া ৩টি ও রাশিয়ায় ৪টি দুর্ঘটনা ঘটে থাকে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ঘর থেকে বের হলেই বা খবরের পাতা উল্টালেই চমকে উঠতে হয় সড়ক দুর্ঘটনার খবর পড়ে। অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দূর্বল ট্রাফিক ব্যাবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তার অপর্যাপ্ততা, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি প্রয়োগ ইত্যাদিই মূল কারণ বলে চিহ্নিত করা যায়। এসব মূল কারণকে চিহ্নিত করে ১৯৯৩ সালের ২২ অক্টোবর আমার সহধর্মিনী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর শোককে শক্তিতে পরিণত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমার নেতৃত্বে গড়ে উঠে একটি সামাজিক আন্দোলন- নিরাপদ সড়ক চাই (নিসচা)।
২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫০০৩। ২০১৪ সালে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৮২। গত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় ১৮ শতাংশ কম।
২০১৫ সালে মোট ২৬২৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯৭ জন লোক আহত হয়েছে। যাদের মধ্যে অনেকেই হয়তো হাসপাতালে মৃত্যুবরণ করেছে। ২০১৪ সালে ২৭১৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ১০৭৭০ জন, এ বছর ৬১৯৭ (৩০ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত)।
প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি স্টারে মোট ২৬২৬টি সড়ক দুর্ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে।
এসব দুর্ঘটনায় ঢাকা জেলায় সর্বাধিক ৩৫৯ জনের প্রাণহানি ঘটেছে। শূধুমাত্র রাজধানীতেই নিহত হয়েছে ২২৭ জন।
এছাড়া গাজীপুরে ১৭৮, সিরাজগঞ্জে ১৫২, চট্রগামে ১০৯, নারায়ণগঞ্জে ১০২, ফরিদপুরে একটি দূর্ঘটনায় ২৫জনসহ ৮৩, টাঙ্গাইলে ১০১, বগুড়ায় ৬৫, বরিশালে ৬৬, নওগাঁয় ৫৫, দিনাজপুরে ৬৪, রংপুরে ৪৮, কক্সবাজারে ৩০, পাবনায় ৩৭ ও কুষ্টিয়ায় ২৮ জনসহ সব জেলায় কমবেশি নিহতের ঘটনা ঘটেছে।
গত এক বছরে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো (৯ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২৫ জনের প্রাণহানি, (২২ মে) পঞ্চগড়ে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু, (২৩ মে) সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১০ ও আহত ৫০, (২৫ মে) গাজীপুরে যাত্রীবাহী লেগুনার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে পুলিশসহ নিহত ৭ (লেগুনার চালক ছিল একজন ১৫ বছর বয়সী এক কিশোর)। এছাড়া (১৫ জুন) ময়ময়সিংহের মুক্তাগাছায় একই পরিবারের ৪ জন ও হবিগঞ্জের নবীগঞ্জে একই পরিবারের ৫ জনের প্রাণহানি।
২০১৫ সালের শেষদিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেন।