আ’লীগের বিকল্প বঙ্গবন্ধু এভিনিউ

বিডি মেট্রোনিউজ || আ’লীগের বিকল্প বঙ্গবন্ধু এভিনিউ। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠন নেতৃবৃন্দ, মহানগরীর দলীয় এমপি এবং সিটি করপোরেশন মেয়রদের সঙ্গে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপনের জন্য ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অবশ্য এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনও পক্ষকেই সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের জন্য আওয়ামী লীগ ৩১ ডিসেম্বর আবেদন করলেও পুলিশ এখনও কিছু জানায়নি।
তিনি জানান, তবে তারা জানতে পেরেছেন পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে কাউকেই সমাবেশ করতে দেবে না। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের বদলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া রাজধানীর অন্য ১৭টি স্থানেও এই কর্মসূচি পালিত হবে।
Print Friendly, PDF & Email

Related Posts