অভিযুক্ত নওয়াজ কন্যাও

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম শরিফের বিরুদ্ধেও দুর্নীতির মামলা হবে। আদালত দেশের দুর্নীতি-বিরোধী সংস্থাকে নওয়াজ শরিফ, তাঁর দুই ছেলে, মেয়ে মারিয়াম ও তার স্বামী এবং অর্থমন্ত্রী ইশাক ডার সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর তিনি পদত্যাগ করেছেন। নওয়াজ শরিফ তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিন বারই তিনি মেয়াদ শেষ হবার আগেই ক্ষমতা হারিয়েছেন – প্রথমবার রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন, দ্বিতীয়বার সেনাবাহিনী তাঁকে হটিয়েছে, এবার আদালত।

শুক্রবারের রায়ে আসে নওয়াজ শরিফের পরিবারের সম্পদ নিয়ে তদন্তের প্রেক্ষাপটে। দু’বছর আগে পানামা পেপারসে যে তথ্য ফাঁস করা হয়, তাতে দেখা যায় নওয়াজ শরিফের পরিবারের সদস্যরা অফ-শোর কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ পাচার করে থাকতে পারে।

নওয়াজ শরিফ এই অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন। কিন্তু পাঁচজন বিচারপতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে তদন্তে দুর্নীতির যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

Related Posts