পাষণ্ড সৎ পিতা

বিডি মেট্রোনিউজ || রবিউল ইসলাম শান্ত (৬) দুই হাত কেটে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগের মামলায় পাষণ্ড সৎ পিতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। সোমবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম রবিউলের সাক্ষ্য গ্রহণের পর আগামী ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি চিপস খাওয়ানোর কথা বলে তার সৎ পিতা জাহাঙ্গীর তেজগাঁও এলাকার একটি জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে রবিউলের দুহাত কেটে দেয়।
ওই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর শিশুটির মা নাসিমা আকতার বাদী হয়ে বনানী থানায় তার স্বামীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে বনানী থানার উপপরিদর্শক ওই বছরের ১৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর হোসেন ও তার সহযোগী আসলাম সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার মোট ১২ জন সাক্ষির মধ্যে সোমবার শিশু রবিউলের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি শিশুটির পক্ষে আইনগত সহায়তা প্রদান করছে।
Print Friendly, PDF & Email

Related Posts