বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বন্যার্তদের জন্য শাহবাগে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন,’ বিকাল ৪টা থেকে আমাদের ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছিলো। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহবাগ এলাকায় ত্রাণ সংগ্রহ চলার সময় একদল যুবক লাঠি-সোটা দিয়ে আমাদের ওপর হামলা এবং ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে আমাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছে।’
কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নন জানিয়ে ইমরান বলেন, হামলাকারীরা বলছিলো, দেশে কোনো বন্যা নাই, তোরাই বন্যার গল্প বানাচ্ছিস।
“এই কথা কারা বলতে পারে?” বলে প্রশ্ন রেখে ইমরান জানান এখন তারা শাহবাগ থানায় অভিযোগ দিতে গেছেন।
হামলার পর পরই ফেসবুকে ইমরান জানান,’ বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চলাকালে শাহবাগে আমাদের উপর লাঠিসোটা নিয়ে একদল সন্ত্রাসীর হামলা। আমরা এখন শাহবাগ থানায়। বেশ কয়েকজন আহত।’
চ্যানেল আই