বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আঙুলের মতো দেখতে এগুলো আসলে এক প্রকার লেবু। এই লেবু ‘ফিঙ্গার লেবু’ নামে পরিচিত। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলা থেকে গতকাল বৃহস্পতিবার এই লেবুর ছবিটি তোলা ।
এর আগে হাতের আঙুলের মতো কাঠামোর কিম্ভূতকিমাকার এই ‘ফিঙ্গার লেবু’ রাজধানী ঢাকার আগারগাঁওয়ে—বাণিজ্য মেলার মাঠে ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বৃক্ষমেলায় এসেছিল । অনেক ফিঙ্গার লেবুগাছ এসেছিল। বিচিত্র এই লেবুর দাম ছিল পাঁচ হাজার টাকার ভেতরে।
গত বছর বৃক্ষমেলায় একটিমাত্র গাছ ছিল, দামও ছিল অনেক—১২ হাজার টাকা।