স্রোত’ নিয়ে সিলেটে প্রাণবন্ত সাহিত্য অাড্ডা

অানজুম তানহা, সিলেট : ১৬ আগস্ট সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে   কবি বদরুজ্জামান জামান সম্পাদিত  সাহিত্যের   ছোটকাগজ স্রোতএর চতুর্থ সংখ্যা প্রকাশ উপলক্ষে এক সাহিত্য অাড্ডা অনুষ্টিত হয়।

কবি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং কবি ও বুনন  সম্পাদক খালেদ উদ-দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক এ কে শেরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক দৈনিক শুভ প্রতিদিনসম্পাদক লিয়াকত শাহ ফরিদী, কবি মাসুক ইবনে অানিস, কবি মালেকুল হক, রফিকুজ্জামান রণি।

বক্তারা  ছোট কাগজের ইতিহাস, অতীত ও বর্তমান এবং সাহিত্যের নানা প্রসঙ্গে অালোচনা করেন। এসময় তাঁরা  স্রোতের প্রশংসা করেন এবং সম্পাদকে ধন্যবাদ জানান।  স্রোতের ধারাবাহিকতা অব্যাহত রাখারও আহবান জানান এবং সাহিত্য আন্দোলনে স্রোত আরো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ।

অালোচনায় অংশ নেন, কবি সালমান ফরিদ, কবি মুনশি অালিম, কবি অাহমাদ যুনায়েদ, কবি মজনু মুহিবুররাহমান, কবি উম্মে তাজনিম নিলা, প্রচ্ছদ শিল্পি অালাউদ্দিন অাজাদ, কবি অারিফ মুহাম্মদ অাবুল কাশেম, কবি ওয়াহিদ খোকন, কবি মনজুর মোহাম্মদ, কবি, নাট্যকার ও প্রকাশক সুফি সুফিয়ান, নুর নেহাল, সম্পাদক কোরেশী, কবি মুক্তদা হামিদ, প্রকাশক ফাহাদ অামিন ও শিমুল।

Print Friendly, PDF & Email

Related Posts