বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের সদ্য প্রয়াত খ্যাতনামা নায়ক আব্দুর রাজ্জাককে মঙ্গলবার বিকেলে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ১২ টা নাগাদ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেয়া হবে।
পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, সকালে এফডিসিতে রাজ্জাকের একটি জানাজা করার পরিকল্পনা তাদের রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে নিশ্চিত হলে তারা মরদেহ এফডিসিতে নেবেন। তবে মরদেহ এফডিসিতে নেয়া হলেও সেখানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে না। শহীদ মিনারে সর্বস্তরের মানুষ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসার পার্শ্ববর্তী গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজা শেষে রাজ্জাকের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।
‘নায়করাজ’ নামে পরিচিত এই কিংবদন্তী অভিনেতা সোমবার সন্ধ্যে ৬ টা ১৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।