একটি মৌমাছি থামিয়ে দিল ‍একটি বিমান

বিডি মেট্রোনিউজ একটি মৌমাছির কারণে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান চার ঘন্টা বিলম্বে ছেড়েছে। বুধবার এই বিমান কোম্পানি একথা জানিয়েছে। মৌমাছিটি বিমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রের সঙ্গে আটকে যাওয়ায় বিমানটির কন্ট্রোলে সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রা থেকে জাকার্তার উদ্দেশে ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা গরুড়ের এই ফ্লাইটটি ছেড়ে যাবার কথা ছিল।

গরুড় এয়ারলাইন্স জানায়, বিমানের কন্ট্রোলে সমস্যার বিষয়টি জানতে পেরে বোয়িং ৭৩৭ এর চালক বিমানটি না ছাড়ার সিদ্ধান্ত নেন। বিমানটিতে ১৫৬ যাত্রী ছিল।

কোম্পানিটির মুখপাত্র বেনি বাটারবাটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনার কারণ অনুসন্ধানে জানা গেছে যে একটি বিমানটির পিটট টিউবে (বাতাসের চাপ ও গতিবেগ পরিমাপের যন্ত্র) একটি মৌমাছি আটকে পড়ার পর কারিগরি সমস্যা দেখা দেয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে গরুড় ইন্দোনেশিয়া বিমানটি বিলম্বে ছাড়ার সিদ্ধান্ত নেয়।’

Print Friendly, PDF & Email

Related Posts