কুমার শানু ঢাকা মাত করতে আসছেন

বিডি মেট্রোনিউজ ঢাকা মাত করতে আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু। এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসে রোমাঞ্চিত করেছেন তিনি সঙ্গীতপ্রেমীদের। ৩০ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ কনসার্টটি হবে। আয়োজন করেছে বে এন্টারটেইনমেন্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার গুলশানের অ্যাবাকাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক সংস্থাটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহিম হাসান, ম্যানেজিং ডিরেক্টর মোনালিসা খান হাসান ও হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আফরিদ হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাটিনাম, গোল্ড ও সিলভার-এ তিন ক্যাটাগরিতে টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে-৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব ‘স্বপ্ন’ সুপার শপ, আলমাসের গুলশান শাখা, অ্যাবাকাস রেস্টুরেন্ট (গুলশান), নর্থ ওয়েস্ট এভিয়েশনের গুলশান শাখা ও টিকিট চাই ডটকমে।
Print Friendly, PDF & Email

Related Posts