বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হাসপাতাল থেকে তার স্বাস্থ্যজনিত ছাড়পত্র দেওয়া সত্ত্বেও ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান কৌশলেন্দ্র ফলাহারি মহারাজকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি রাজস্থান পুলিশ।
৭০ বছরের মহারাজের অনুগামী-সংখ্যা যথেষ্ট পরিমাণ রয়েছে। তার গ্রেফতারিতে গড়মসি করার ফলে, এমন জল্পনা উঠতে শুরু করেছে যে পুলিশের ওপর (মহারাজকে গ্রেফতার না করার জন্য) চাপসৃষ্টি করা হচ্ছে।
সম্প্রতি, ছত্তিশগড়ের বাসিন্দা ২১ বছরের এক নারী ফলাহারি মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি সাহস পেয়ে মুখ খুলেছেন।
নারীটির অভিযোগ, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফলাহারি মহারাজ তাঁকে ধর্ষণ করেন। নির্যাতিতার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ছত্তিশগড়ের বিলাসপুরে মামলা দায়ের করে পুলিশ। মামলার ফাইলগুলি গত ২০ তারিখ আলোয়ারে আনা হয়। মহারাজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিজেপির এক জেলা সভাপতি দাবি করেন, বাবা-কে ফাঁসানো হয়েছে।
এদিকে, ধর্ষণের অভিযোগ ওঠা মাত্রই, স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হন মহারাজ। তবে, বৃহস্পতিবার, সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, মহারাজে এখন কোনও শারীরিক সমস্যা নেই। তিনি চাইলে হাসপাতাল ছাড়তে পারেন।
রাজস্থান পুলিশ জানিয়েছে, আরও তদন্ত করার পরই মহারাজের স্বাস্থ্যর দিক খতিয়ে দেখে তবেই গ্রেফতার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।