সত্যিকারের বিয়ের বাঁধনে শখ ও নিলয়

বিডি মেট্রোনিউজ নাটক বা সিনেমার বিয়ে নয়, সত্যিকারের বিয়ের বাাঁধনে বাঁধা পড়লেন শখ ও নিলয়। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় জুটি আনিকা কবির শখ ও নিলয় আলমগীর।

গতকাল ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শখের পুরান ঢাকার বাসায় এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরাই শুধু উপস্থিত ছিলেন বলে জানান এ নবদম্পতি।

জনপ্রিয় এই জুটি একসঙ্গে মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। ক্যারিয়ারের শুরু থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হন। বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যেত শখ ও নিলয়কে। ২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন তারা।

 

Print Friendly, PDF & Email

Related Posts