বিডি মেট্রোনিউজ, টঙ্গী ॥ তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। ইজতেমা ময়দানে আজ জুমার নামাজ আদায় করেছেন দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
আজ দুপুরে জুমার নামাজে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো বিশ্ব ইজতেমা এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়। জুম্মার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। এতে দেশ ও বিদেশের হাজার হাজার মুসল্লি ছাড়াও ঢাকা-গাজীপুরসহ আশপাশ এলাকার লাখো ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজে অংশ নেন।
ইজতেমা ময়দানে স্থান না পেয়ে মুসল্লিরা সড়ক ও মহাসড়ক ও আশ-পাশের অলিগলিতে বসে জুমার নামাজে শরিক হন। আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫০তম বিশ্ব ইজতেমার দুই দফায় অনুষ্ঠিত প্রথম পর্ব।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিশ্ব ইজতেমায় নাটোর জেলার সিংড়া থানা গুটিয়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন কবিরাজ (৭২) বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেন।
কুড়িগ্রাম জেলার অলিপুর থানার চকলার পাড় গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম (৭১) বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় মারা যান। সিলেট জেলার গোপালগঞ্জ থানার রণকেলি গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৫৫) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেন । নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পশ্চিম পাড়া বাসিন্দা দুধ মিয়া (৮৮) আজ শুক্রবার ভোর রাতে ময়দানে ইন্তেকাল করেন। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় থাকতেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর দুধ মিয়াসহ ৪ মুসল্লির জানাযার নামাজ টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। মুসল্লিদের আত্মীয়-স্বজনরা তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ জানিয়েছেন।