একটুকরো পরিত্যক্ত জমিন দিলে তুলতে ঘর
ভয়াল খরস্রোতা নদীর তীরে;
জানি কিভাবে থামিয়ে স্রোত জাগাতে হয় আবাদিচর;
জেনো একদিন আসবেই তুমি সেই স্বপ্নের স্বর্গীয় শিবিরে।
প্রিয়তমা, বুনেছি শান্তির শীতলপাটি নিজহাতে
রাখতে সুশীতল রোদেলা দুপুরে,
তৈরী করেছি সুখের নক্সীকাঁথা ওম দিতে রাতে,
আশার লাঙল চষে এনেছি উদ্যান নেবে ঘ্রাণ ঘুরে ঘুরে।
ভালোবাসার সবুজ টিয়েকে কিভাবে মানাতে হবে পোষ
সে ব্যাকরণ জানা আছে বেশ;
কি ভাবো- অপদার্থ-অক্ষম হিম রক্তকোষ?
তাহলে কিভাবে করবো পালন সেই এক প্রভুর আদেশ?
আবদ্ধ করে রাখে যদি নিরাশার কালো-ধূম্র বলয়
ভুবনে তবে কি নির্মিত হবে স্রষ্টার কোনো ইবাদাতালয়?