পত্রিকা আলোচনা ॥ মুস্তাক মুহাম্মদ ॥
বিদ্রোহী সাহিত্য পরিষদ,যশোর- মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষে ‘বিদ্রোহী’ বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। অগণিত মানুষের কর্ম-ত্যাগ-আত্মনিষ্ঠা-জীবন দানের সম্মিলিত প্রচেষ্টা রক্তের ফসল চির কাঙ্খিত স্বাধীনতা। যা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি। স্বাধীনতা অর্জনের পর আসে স্বাধীনতা রক্ষার দায়িত্ব। কারণ তখনও সদ্যমুক্ত দেশের ভেতরেও পরাজিত-শত্রুরা তৎপর ছিল। এইসব মুখোশধারী শত্রুদের থাবা আরও ভয়াল।
স্বাধীনতা অর্জনের সময় আমরা যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি পরিচয়ে মাথা উঁচু করার আত্ম-প্রত্যয়ে ত্যাগ ও লড়াই করেছি। তেমনি অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর সভ্যতার ধারক-বাহক, বিবেক কবি-সাহিত্যিকেরা। যশোর থেকে বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর ১৯৯৬ সাল থেকে বিজয় দিবস পালনসহ অন্যান্য অনুষ্ঠান, নিয়মিত মাসিক সাহিত্য আসর, পরিষদের মুখোপত্র ‘একুশের পত্র’ প্রকাশসহ যে দায়িত্ব পালন করে আসছে।
এই প্লাটফর্মে দাঁড়িয়ে বাংলার সাংস্কৃতিক অঙ্গন প্রসারিত-উজ্জীবিত হচ্ছে। তবে, ‘একুশের পত্র’ এত দীর্ঘ সময় ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে যা বিরল। আর বিদ্রোহী সাহিত্য পরিষদ তার মাসিক সাহিত্য সভার ১৫০তম আসর সম্পন্ন করে নতুন নজির সৃষ্টি করেছে। পরিষদের বিশেষ এ সংখ্যা ‘বিদ্রোহী’তে বিজয় পংক্তি রচনা করেছেন যারা, তারা হচ্ছেন-
মাহমুদ কামাল, সাবেদ আল সাদ, শাহ মতিন টিপু, শাহাদত হোসেন সুজন, মধূসূদন অধিকারী, আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান, স.ম. আব্দুস সাত্তার, তহীদ মনি, সুহৃদ জাহাঙ্গীর, আবদুল হাসিব, মোঃ সামসুজ্জামান, কাসেদুজ্জামান সেলিম, উদয় শংকর দুর্জয়, বাদশা আহমেদ, নাঈম নাজমুল, একে আজাদ, স্বপন মোহাম্মদ কামাল, কাজী রকিবুল ইসলাম, রফিকুল পাশা, নূরজাহান আরা নীতি, মিজানুর রহমান মিজান, আমিরুল ইসলাম রন্টু, মমতাজ উদ্দিন, কাজী শওকত সাহী, সাধন কুমার অধিকারী, ডা. অমল কান্তি সরকার, নাসিমা খান, ডা. মোঃ আহাদ আলী, কমলেশ চক্রবর্তী, গৌরাঙ্গ মিত্র অর্ণব, ইয়াসমিন জুলি, সোহেলী সুলতানা, জি,এম মুছা, সুমন বিশ্বাস, মোঃ রমিজ উদ্দিন, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, কাজী হাবিবা খাতুন, রেজাউল করিম রোমেল, মোঃ আব্দুল আলীম, এনায়েত করিম, মমিনূর রহমান, রবিউল হাসনাত সজল, কাজী নজরুল ইসলাম, আবিদুর রেজা খান, আহমেদ মাহাবুব ফারুক,রফিকুল ইসলাম. জি,সি বিশ্বাস, মাহ তাহরিমা আমিন (হাসি), শাম্মী আক্তার সাথী, আজিজুর রহমান, ইমামুল ইসলাম এশা, ইকরামুল পাশা, মোঃ তহিদুল ইসলাম।
স্বাধীনতার সুখকে আরো আবেগমন্ডিত করতে ইচ্ছে মত বিষয় নিয়ে কবিতা লিখেছেন, বিবিধ পংক্তিমালা-বুনো নাজমুল যশোরী, মোঃ ইলিয়াস ঢালী, সনৎকুমার কুন্ডু, শাহরিয়ার সোহেল, শ.ম. রেজাউল হক রাজু, মোঃ তুহিন হাসান, এসএম আলমগীর কাইয়ুম, ফরহাদ বিশ্বাস, সৈয়দ মামুনুর রশিদ নয়ন, দুহিতা, রহমান মুজিব, তৈমুর খান, জগদীশ দাস, হামিম হোসেন, মন্ডল বুলবুল, আকরাম হোসাইন, পরিতোষ রায়, কেএম আনোয়ারুল ইসলাম, সাহারা হোসেন দৃষ্টি, নাজমুল হোসেন, লাইলা খানম মুক্তা, কল্যাণ আচার্য্য, মোল্যা নজরুল, মুস্তাক মুহাম্মদ, মোঃ জুবায়েদ হোসেন, মোঃজাকির হোসেন, আমিরুল ইসলাম, বাশার মাহমুদ ও মোঃ নজরুল ইসলাম।
কাব্য কাহিনী লিখেছেন পদ্মনাভ অধিকারী। বিজয়ের ছড়া লিখেছেন-নাসির নজিরী, আরশি গাইন, জাহিদুর রহমান, সাব্বির আজাদ, গাজী শহিদুল ইসলাম, ঝুমুর রাণী কুন্ডু।
একমাত্র প্রবন্ধ লিখেছেন অরবিন্দ মৃধা। ছোট ছোট কথায় গল্প লিখেছেন শেখ হামিদুল হক, রউফ আরিফ, আহমদ রাজু ও রোকসানা লেইস। অনুগল্প লিখেছেন-কল্পনা। স্বগতোক্তি করেছেন সন্তোষ কুমার কুন্ডু ও আবুল হাসান তুহিন। মুক্তগদ্য লিখেছেন এডিএম রতন ও গোলাম মোস্তফা মুন্না। আর ভ্রমণকাহিনী লিখেছেন আমির হোসেন মিলন।
পত্রিকাটির বিষয়ভিত্তিক পর্ব অন্যরকম শৈল্পিকমান বহন করে। লেখার গুণগত মান বোধে লেখা ক্রম সাজিয়েছেন। পত্রিকাটির সম্পাদক পদ্মনাভ অধিকারী।
পত্রিকাটির প্রচ্ছদ চমৎকার, তাতে স্বতন্ত্রতা ও মৌলিক’র ছাপ বিদ্যমান। বিজয় দিবসের স্বার্থে সাজুয্য রেখে চার রঙের বিষয় ভিত্তিক রঙ-তুলির শৈল্পিক ধারণার কাজটি করেছেন ডা.এম এস অধিকারী। যিনি ‘একুশের পত্র’র এতযাবৎ প্রকাশিত সকল সংখ্যার জন্য মৌলিক প্রচ্ছদ এঁকেছেন।
পত্রিকাটি সম্পাদনা করেছেন পদ্মনাভ অধিকারী, সহযোগি সম্পাদক-আহমদ রাজু, প্রকাশনায় বিদ্রোহী সাহিত্য পরিষদ,কারুকাজ, কেশবলাল রোড, যশোর-৭৪০০। প্রকাশকাল ১৬ ডিসেম্বর ২০১৫, পৌষ ১৪২২ বাংলা, পৃষ্ঠা সংখ্যা ১৪০, বিনিময় মূল্য একশত পঞ্চাশ টাকা মাত্র।