ববি এবার সুপার হিরোইন

বিডি মেট্রোনিউজ ডেস্ক এবার সুপার হিরোইনের ভূমিকাতে দেখা যাবে ববিকে! নতুন ছবি ‘বিজলী’। ইফতেখার চৌধুরীর এই ফিল্মে ববিই না কি সুপার হিরোইন। তিনিই আবার এই ছবির প্রযোজকও।

imageg

তবে ইয়েমিন হক ওরফে ববির বিপরীতে এই ছবিতে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।  বাংলাদেশ এবং ব্যাঙ্ককের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে সিনেমাটির।

 

ইফতেখারের হাত ধরেই ২০০৯ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন এই নায়িকা।

ইফতাখার বলেন, ‘ছবিটি নিয়ে কাজ চলছে। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও আমি লিখেছি।’ ছবিটিতে মোট ৪টি গান রয়েছে।  খুব তাড়াতাড়ি সেগুলির রেকর্ডিং শুরু হবে বলে তিনি জানান। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি।

তার আশা, দর্শকদের কাছে একটি নতুন চমক হবে এই ছবি।

Print Friendly, PDF & Email

Related Posts